ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

পিরোজপুরের সাবেক ওসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ২১ আগস্ট ২০২৪  
পিরোজপুরের সাবেক ওসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ভান্ডারিয়া থানার সাবেক ওসি মো. আসিকুজ্জামান

পিরোজপুরের ভান্ডারিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামানসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুরে ঢাকার সূত্রাপুর থানা বিএনপির সহ সভাপতি মো. মিরাজ সিকদার বাদী হয়ে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট মো. সাদিক আহম্মেদের আদালতে মামলাটি করেন। বাদী পক্ষের আইনজীবী আকরাম আলী মোল্লা এ তথ্যা নিশ্চিত করেছেন 

আইনজীবী আকরাম আলী জানান, মামলাটি আদালত আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, ভান্ডারিয়া থানা পুলিশের তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিরন, ভান্ডারিয়া জয় বাংলা ঐক্য পরিষদ লীগের সভাপতি নাদিম সিকদার, উপজেলার ধাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল সিকদার, ভান্ডারিয়া উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মামুন সিকদার, উপজেলার ইকরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু তালুকদার।

আরো পড়ুন:

মামলা সুত্রে জানা গেছে, ২০২৩ সালের ২০ নভেম্বর সকাল ১১টার দিকে পুলিশের দুইজন সদস্য মিরাজ সিকদারকে ভান্ডারিয়া থানার ওসি দেখা করতে বলেছেন বলে জানান। পরে ওই দুই পুলিশ সদস্যের সঙ্গে মিরাজ সিকদার সকাল সাড়ে ১১ টার দিকে থানায় যান। তখন ওসি আসিকুজ্জামান থানার পাশের বাসভবনের ছাদে ডেকে নিয়ে গিয়ে মিরাজ সিকদারের কাছে পাঁচ লাখ ঢাকা দাবি করেন। অন্যথায় তাকে একাধিক মিথ্যা মামলায় আসামি করার হুমকি দেন। 

মিরাজ সিকদার ওসি আসিকুজ্জামানকে অনুরোধ করে বলেন, পাঁচ লাখ টাকা দেওয়ার সামর্থ্য তার নেই। এক পর্যায়ে আড়াই লাখ টাকা চাঁদা দিলে মামলা দেবেন না মর্মে আশ্বস্ত করেন। চাঁদার টাকা পরিশোধ না করা পর্যন্ত বাদীকে থানা হাজতে রাখেন। পরে আড়াই লাখ টাকা চাঁদা দিয়ে  মিরাজ সিকদার থানা থেকে বের হতে গেলে বাইরে থাকা অন্য আসামিরা আরও এক লাখ টাকা চাঁদা দাবি করে। তাদেরকে ২০ হাজার টাকা দিয়ে বাদী ঢাকায় চলে যান। আজ মিরাজ সিকদার আসামিদের বিরুদ্ধে মামলা করতে গেলে থানা মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেয়। বিধায় বাদী আদালতে মামলাটি করেন।

তাওহিদুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়