চট্টগ্রামে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। ফাইল ফটো
চট্টগ্রামের চান্দগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২৭০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর বহদ্দার হাট এলাকায় নিহত ফজলে রাব্বির বাবা মো. সেলিম বাদী হয়ে বুধবার (২১ আগস্ট) মামলাটি করেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, আ জ ম নাছির উদ্দীন, সাবেক সংসদ সদস্য এম এ লতিফ, এম এ সালাম, এস এম আল মামুন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান, সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী, জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর আবদুস সবুর, মোবারক আলী, মোরশেদ আলম, জিয়াউল হক, পুলক খাস্তগীর, নেসার আহমেদ, ওয়াসিম উদ্দিন চৌধুরী, সাবেক কাউন্সিলর আবদুল কাদেরসহ ২৭০ জন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ফজলে রাব্বি। এই সময় আসামিদের নির্দেশে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফজলে রাব্বি।
রেজাউল/মাসুদ