ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আপাতত কাপ্তাই লেকের পানি ছাড়ার আশঙ্কা নেই: কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২২ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:৫৬, ২২ আগস্ট ২০২৪
আপাতত কাপ্তাই লেকের পানি ছাড়ার আশঙ্কা নেই: কর্তৃপক্ষ

কাপ্তাই লেক

আগামী ২৪ ঘণ্টায় কাপ্তাই লেকের পানি ছাড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। কাপ্তাই লেকের পানির স্তর এখনও বিপদসীমার অন্তত ৫ ফুট নিচে রয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই লেকের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল (মীনস সি লেবেল)। বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত লেকে পানি রয়েছে ১০৩ ফুট-এর চেয়ে সামান্য বেশি। ফলে পানি এখনও বিপদসীমার অন্তত ৫ ফুট নিচে রয়েছে। পানির লেবেল ১০৮ ফুটের মধ্যে চলে এলে কর্তৃপক্ষ পানি ছাড়ার কথা চিন্তা করে। 

প্রতিফুট পানি বৃদ্ধি পেতে অন্তত ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগে। ফলে আগামী ২৪ ঘণ্টায়ও কাপ্তাই লেক থেকে পানি ছাড়ার আশঙ্কা নেই। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং এতে লেকের পানির উচ্চতা ১০৮ ফুটের কাছাকাছি এলে জেলা প্রশাসনের সঙ্গে মিটিং করে পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

কাপ্তাই লেকের পানি ছাড়ার অন্তত ৬ ঘণ্টা আগে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হবে বলে জানান ব্যবস্থাপক আব্দুজ্জাহের।

দেশের উপকূলীয় এলাকায় গত কয়েক দিন ধরে টানা ভারী বর্ষণ হচ্ছে। এতে কাপ্তাই লেকসহ স্থানীয় নদীর পানি বৃদ্ধি পেয়েছে।   

কাপ্তাই লেকের পানি ছাড়া হলে কর্ণফুলী নদীর নিম্নাঞ্চল রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, বোয়ালখালী উপজেলা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া কর্ণফুলী নদীর ভাঙন সৃষ্টি হতে পারে। 
 

রেজাউল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়