মানিকগঞ্জে নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশেপ্রণোদিতভাবে ডুম্বুর বাঁধ খুলে দেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জেলা শহরে তাঁরা এ সব কর্মসূচি পালন করেন।
দুপুরের দিকে সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে শিক্ষার্থীরা জেলা শহরে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় পণ্য, বর্জন কর’, ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার নদীর অধিকার, ফিরিয়ে দাও দিতে হবে’ প্রভৃতি স্লোগান দেন।
এরপর মানিকগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রতিবাদী সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী আশিকুর রহমান, মোহাম্মদ নাহিদ মনির, সুমন মোল্লা, মোহাম্মদ আসাদুল্লাহ এইচ এম হীরা প্রমুখ।
শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘কোনোরকম সতর্ক বার্তা না দিয়ে ভারত উদ্দেশেপ্রণোদিতবাবে ডুম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টি করেছে। কাজে ভারত আমাদের বন্ধু হতে পারে না। এর প্রতিবাদে আমরা ভারতীয় পণ্য বর্জন করার আহ্বান জানাচ্ছি।’
শিক্ষার্থী নাহিদ মনির বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। বর্ষায় বাঁধ খুলে দিয়ে ভারত বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টি করেছে। ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়ে জাতিসংঘকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
চন্দন/বকুল