ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

স্পিডবোট-ত্রাণ নিয়ে বন্যাদুর্গতদের পাশে শরীয়তপুরের যুবকরা

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ২৩ আগস্ট ২০২৪  
স্পিডবোট-ত্রাণ নিয়ে বন্যাদুর্গতদের পাশে শরীয়তপুরের যুবকরা

পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় একটি স্পিডবোট ও নিজেদের প্রচেষ্টায় সংগ্রহ করা ত্রাণসামগ্রী নিয়ে ফেনীর বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে শরীয়তপুরের একদল উদ্যমী যুবক।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে ফেনী পৌঁছেছেন তারা। এর আগে, গতকাল রাত ১টার দিকে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় একটি স্পিডবোট দেওয়া হয়েছে। ত্রাণসামগ্রী যুবকেরা নিজেরাই সংগ্রহ করেছে।

তিনি আরও বলেন, বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য তারা যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসার যোগ্য। তারুণ্যের এ শক্তিকে ব্যবহার করে সামনে এগিয়ে যেতে হবে।

সালমান রহমান সিয়াম নামের এক যুবক বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি। জেলার মানুষের সহযোগিতায় অর্থ সংগ্রহ করে তা নিয়ে ফেনীর বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছি।

আকাশ/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়