ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

ফরিদপুরে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২৩ আগস্ট ২০২৪   আপডেট: ১২:৫৫, ২৩ আগস্ট ২০২৪
ফরিদপুরে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

ফরিদপুরে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সিসিবিএল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুলনা গ্রামের ঝিল্লু মাতুব্বরের ছেলে বাবু মাতুব্বর (২৩) ও তার বন্ধু একই ইউনিয়নের চান্দ্রা গ্রামের মোকসেদ মিয়ার ছেলে ওবায়দুর মিয়া (২২)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবু মাতব্বর দুই বন্ধুকে নিয়ে ভাঙ্গা উপজেলা সদর বাজার থেকে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সুয়াদি গ্রামের সিসিবিএল পাম্পের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন। আহত হন আরেকজন।

আরো পড়ুন:

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকি বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও নিহত দুই বন্ধুর মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

তামিম/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়