মানিকগঞ্জে ভিমরুলের কামড়ে ভাই বোনের মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের হরিরামপুরে ভিমরুলের কামড়ে বোনের মৃত্যুর পর মারা গেল ছোট ভাই। গত ৭ আগস্ট ভিমরুলের কামড়ে সামিরা আক্তার (৮) হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
আজ শুক্রবার (২৩ আগস্ট) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামিরার ছোট ভাই সাজিদুলের (৩) মৃত্যু হয়। বয়ড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মিরাজ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সামিরা ও সাজিদুল উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সোহেল রানার মেয়ে ও ছেলে।
মিরাজ মিয়া বলেন, ‘গত ৭ আগস্ট দুপুরে আমার ভাতিজি সামিরা ও ভাতিজা সাজিদুল, আমার ছেলে সজল ও মেয়ে রোজাসহ চারজন বাড়ির পাশে ভ্যানে করে ঘুরছিল। ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঝোপের মধ্যে ভিমরুলের বাসায় পড়ে। একঝাঁক ভিমরুল তাদের কামড়ায়। ভ্যানটি চালাচ্ছিল আমার ছেলে সজল। সেসহ চারজন গুরুতর আহত হয়। প্রথমে তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সামিরাকে মৃত ঘোষণা করেন। ১৬ দিন চিকিৎসাধীন থেকে আজকে সাজিদুলও মারা গেছে। আমার ভাইয়ের আর কোনো সন্তান রইল না।’
বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ বলেন, ‘আমার ইউনিয়নের ওয়ার্ড সদস্য মিরাজ মিয়ার ভাতিজি ভিমরুলের কামড়ে কয়েক দিন আগে মারা গেছে। আজ তার ভাতিজাও মারা গেছে। এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।’
চন্দন/সনি