ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

দুর্ঘটনার ১০ ঘণ্টা পর বাসের নিচ থেকে যাত্রীর মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ২৪ আগস্ট ২০২৪  
দুর্ঘটনার ১০ ঘণ্টা পর বাসের নিচ থেকে যাত্রীর মরদেহ উদ্ধার

ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ার অন্তত ১০ ঘণ্টা পর এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, বেলা ১১টার দিকে উপজেলার নৈকাঠি পালবাড়ির এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম গোপালকৃষ্ণ মজুমদার (৮৫)। বাড়ি ঝালকাঠি সদর উপজেলার চারুখান এলাকায়। তিনি ওই বাসের যাত্রী ছিলেন।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পিরোজপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী বৈশাখী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সে সময় বাসের ভেতর কাউকে না পাওয়া গেলেও র‌্যাকার দিয়ে বাসটি উঠানোর পর গোপালকৃষ্ণ মজুমদারের মরদেহ পাওয়া যায়। বাসের নিচে আটকে ছিল গোপালকৃ‎ষ্ণের মরদেহ।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ সময় বাসের নিচে ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

অলোক/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়