শামা ওবায়েদের বিরুদ্ধে হত্যা মামলা
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শামা ওবায়েদ। ফাইল ফটো
ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহীদুল ইসলামের সমর্থক কবির ভূঁইয়াকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদকে (৫২) আসামি করে মামলা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নগরকান্দা থানায় নিহত কবির ভূঁইয়ার স্ত্রী মোনজিলা বেগম বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় ৩৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় শামা ওবায়েদের নাম এক নম্বরে রাখা হয়েছে। তাকে এ মামলায় হুকুমের আসামি করা হয়েছে।
এ বিষয়ে জানতে শামা ওবায়েদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এই প্রতিবেদক। তবে কল রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
উল্লেখ্য, গত বুধবার শহীদুল ইসলাম ও শামা ওবায়েদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষের সংঘর্ষে কবির ভূঁইয়া নামের এক ব্যক্তি নিহত হন। তিনি শহীদুল ইসলামের সমর্থক ছিলেন বলে জানা গেছে। সংঘর্ষ ও নিহতের ঘটনায় শামা ওবায়েদ ও শহীদুল ইসলামের দলীয় পদ স্থগিত করেছে বিএনপি।
তামিম/কেআই