ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

জন্মাষ্টমীর ব্যয় কমিয়ে বন্যার্তদের সহায়তা 

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২৪ আগস্ট ২০২৪  
জন্মাষ্টমীর ব্যয় কমিয়ে বন্যার্তদের সহায়তা 

বন্যায় ভাসছে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ কয়েকটি জেলা। মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে বন্যার্ত মানুষেরা। দুর্গত দেখা দিয়েছে খাবার ও পানির সংকট। এ অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। সংঘবদ্ধভাবে এগিয়ে এসেছেন সনাতন ধর্মাবলম্বীরাও। 

ঝালকাঠিতে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসবের ব্যয়ের টাকা থেকে বন্যার্তদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে উৎসব উদযাপন কমিটি। 

শনিবার (২৪ আগস্ট) দুপুরে তারা ২৫ হাজার টাকা বন্যার্তদের সাহায্যের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিয়েছে। বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। 

তিনি বলেন, মানুষ মানুষের জন্য। এই অংশগ্রহণের মধ্য দিয়ে আমরাও বিপন্ন মানুষের পাশে দাঁড়ালাম। এতে আরও একবার মানবতারই জয় হলো। 

অলোক/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়