ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন, ঈদুল আজহার তিন দিনের হাজিরা বোনাসসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন প্যারামাউন্ট টেক্সটাইল মিলস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা। শনিবার (২৪ আগস্ট) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্যারামাউন্ট টেক্সটাইল মিলস লিমিটেড শ্রীপুর পৌরসভার গিলারচালা এলাকায় অবস্থিত।
কারখানার শ্রমিক নাজমুল মিয়া বলেন, ‘দাবি নিয়ে গেলে কারখানার কর্মকর্তারা আমাদের তাড়িয়ে দেন। দাবি আদায়ে তাই আমরা রাস্তায় এসেছি। রাস্তা থেকে সমাধান নিয়ে কর্মস্থলে ফিরবো। এছাড়া, আমাদের কোনো পথ খোলা নেই।’
শ্রমিক লাইলী বেগম বলেন, ‘ঈদুল আজহা গেল কত দিন? এখনো আমারা তিন দিনের বোনাস পেলাম না। আমাদের সংসারে নুন আনতে পান্তা ফুরানোর দশা। একদিন ভালো খেতে পারলে ১০ দিন মরিচ দিয়ে ভাত খেতে হয়। যে বেতন সেই টাকা তো দোকান বাকি আর বাসাভাড়া দিয়ে শেষ। সন্তানের জন্য একটু মাছ-মাংস কিনবো তার কোনো সুযোগ থাকে না।’
অপর শ্রমিক শারমিন আক্তার বলেন, ‘আমাদের অনেকের মাসিক বকেয়া পাওনা রয়েছে। এছাড়া, ঈদুল আজহার বোনাস, বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বৃদ্ধিসহ নানা যৌক্তিক দাবি করে আসছি। কর্তৃপক্ষ আমাদের এই দাবিগুলোর প্রতি কোনো গুরুত্ব দিচ্ছেন না। তাই আমরা সবাই পরামর্শ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসেছি দাবি আদায়ের জন্য।’
প্যারামাউন্ট টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. মাইনুদ্দিন বলেন, ‘শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’
এদিকে, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ বিষয়ে তারা কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
রফিক/মাসুদ