ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

সাতক্ষীরায় মাসুদ বাহিনীর চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ২৪ আগস্ট ২০২৪  
সাতক্ষীরায় মাসুদ বাহিনীর চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় কোপা মাসুদ বাহিনী কর্তৃক ব্যবসায়ীদের নির্যাতন ও চাঁদা আদায়ের প্রতিবাদ এবং তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির আয়োজনে শনিবার (২৪ আগস্ট) সকালে ব্যবসায়ীরা ঘণ্টাব্যাপী দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন কর্মসুচি পালন করে। 

বাজার কমিটির সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য মিনাজ মোরশেদ, বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, তেল ব্যবসায়ী শংকার ঘোষ, ফল ব্যবসায়ী নাজমুল হোসেন প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদাবাজ কোপা মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময়ে ব্যবসায়ীদের হুমকি-ধমকি দিচ্ছে। চাঁদা না দিলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে। তার হুমকিতে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

আরো পড়ুন:

তারা বলেন, ইতোমধ্যে অনেক ব্যবসায়ী ও দোকানদারের কাছ থেকে মাসুদের বাহিনী ২০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত চাঁদা নিয়েছে এবং দোকান থেকে মালামাল লুট করে নিয়ে গেছে। 

বক্তারা এ সময় কোপা মাসুদসহ তার বাহিনীর সদস্যদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান।
 

শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়