ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

কসবা ও আখাউড়ায় বন্যার পানি কমা অব্যাহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ২৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:৩৪, ২৪ আগস্ট ২০২৪
কসবা ও আখাউড়ায় বন্যার পানি কমা অব্যাহত

বন্যার পানিতে তলিয়ে যাওয়া আখাউড়া উপজেলার বীরচন্দ্রপুর এলাকা। সম্প্রতি তোলা ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় বন্যার পানি কমা অব্যাহত রয়েছে। ফলে অনেকেই আশ্রয়কেন্দ্র এবং নিরাপদ স্থান থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে, এই দুই উপজেলায় অনেক সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা খুব দ্রুত স্বাভাবিক হতে নাও পারে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

এদিকে, আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে পানি পুরোপুরি নেমে যাওয়ায় রোববার (২৫ আগস্ট) সকাল থেকে ভারতে যাত্রী যাওয়া-আসার কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্থলবন্দরের কাছে সেতু ভাঙা থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হতে সময় লাগতে পারে বলে জানিয়েছেন ইমিগ্রেশন ইন্সপেক্টর খাইরুল আলম।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি বলেন, ‘গত দুদিন ধরেই আখাউড়াতে পানি কমছে। আশ্রয়কেন্দ্রে থাকা অনেকেই বাড়ি ফিরে গেছেন। আশা করছি, দুই-একদিনের মধ্যে পানি আরো কমে গেলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।’

আরো পড়ুন:

কসবার ইউএনও মো. শাহরিয়া মুক্তার বলেন, ‘পানি কমতে শুরু করেছে। বন্যা আক্রান্ত ২৩৫০টি পরিবারের প্রায় ১৫ হাজার মানুষ এখনো পানিবন্দি আছেন। সরকারের পাশাপাশি বন্যার্তরা বেসরকারিভাবেও সহায়তা পাচ্ছেন।’

মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়