ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

শেখ হাসিনা-শামীম ওসমানের বিরুদ্ধে আবারও মামলা

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ২৪ আগস্ট ২০২৪  
শেখ হাসিনা-শামীম ওসমানের বিরুদ্ধে আবারও মামলা

শেখ হাসিনা ও শামীম ওসমান। ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে আহসান কবির শরীফ নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১১ জনের নাম উল্লেখ করে ১৫০-২০০ জনের বিরুদ্ধে মামলাটি হয়।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে নিহত আহসান কবির শরীফের বাবা হুমায়ুন কবির সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা করেন। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আসামি করা হয়েছে।

আরো পড়ুন:

প্রসঙ্গত, গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে পিডিকে পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান আহসান কবির শরীফ।

অনিক/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়