ঢাকা     মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৮ ১৪৩১

কুড়িগ্রামে বিজিবি-ছাত্র সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ২৫ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:০৭, ২৫ আগস্ট ২০২৪
কুড়িগ্রামে বিজিবি-ছাত্র সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নে প্রায় চার কিলোমিটার রাস্তা বিজিবি, ছাত্রসমাজ এবং গ্রামবাসীর উদ্যোগে সংস্কার করা হয়েছে। 

শনিবার (২৪ আগস্ট) উপজেলার গয়টা পাড়া গ্রামে বিজিবির সার্বিক সহযোগীতায় স্থানীয় ছাত্র সমাজ ও গ্রামবাসির উদ্যোগে রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করা হয়।

জানা যায়, দীর্ঘদিন থেকে গয়টা পাড়া, নতুন শৌলমারী, চরের গ্রাম, চর বোয়ালমারীসহ অন্যান্য গ্রামের প্রায় ২০ হাজার মানুষের উপজেলা শহরের সাথে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। গয়টাপাড়া বিজিবি ক্যাম্প এর সামনের কাচা রাস্তাটির দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার। রাস্তাটির বেহাল অবস্থার কারণে রাস্তা দিয়ে গ্রামবাসী অতিকষ্টে পায়ে হেঁটে যাতায়াত করতো। সামান্য বৃষ্টি হলেই যানবাহন চলাচল করতে পারতো না। স্কুলকলেজের ছাত্র-ছাত্রী, কৃষকশ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ অসুস্থ রোগীদের হাসপাতালে যেতে ভীষণ ভোগান্তিতে পড়তে হতো।

স্থানীয় ছাত্র সমাজের পক্ষ থেকে হাফিজুর রহমান হাফিজ জানান, দীর্ঘদিন থেকে উপজেলার সাথে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে গ্রামবাসি, বিজিবিসহ সাধারণ মানুষকে। সমাধানে কেউ এগিয়ে আসেনি। আমরা ছাত্র সমাজ ও বিজিবির সার্বিক সহযোগীতায় দুর্ভোগ লাঘবে মাটি ফেলে চলাচল স্বাভাবিক করেছি। সমাজেরে এমন মহৎ কাজ করতে পেরে অনেক ভালো লাগছে।

গাড়িচালক আয়নাল হক বলেন, গতকাল এই রাস্তা দিয়ে গাড়ি নিতে পারতাম না,এখন গাড়ি চালানো যায়। যারা এই কাজ করে দিলেন তাদেরকে ধন্যবাদ জানাই।

এলাকাবাসি আলী হোসেন বলেন, এই রাস্তাটিতে আগে চলাচল করা যেতো না। বিজিবি ও ছাত্র সমাজ এবং গ্রামবাসীরা মাটি ফেলে যাওয়া-আসার উপযোগী করেছেন। আমরা সরকারের কাছে এই রাস্তাটি দ্রুত পাকা করে দেওয়ার অনুরোধ করছি।

এই বিষয়ে গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার এবি সিদ্দিক বলেন, স্থানীয় এলাকার ছাত্র সমাজ গ্রামবাসীসহ সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য রাস্তাটি মেরামতে উদ্যোগ গ্রহণ করা হয়। গয়টাপাড়া ক্যাম্প কমান্ডার বিজিবি, ছাত্র সমাজ ও গ্রামবাসির সার্বিক সহযোগিতায় রাস্তাটি মেরামতের কাজ সম্পন্ন করেন। বিজিবি এবং ছাত্র সমাজের এমন মহৎ উদ্যোগে এলাকাবাসী খুবই আনন্দিত। 

তিনি আরও বলেন, রাস্তাটি এখন যানবাহন চলাচলের উপযোগী হয়েছে। রাস্তাটি স্থায়ী মেরামতের জন্য সরকারের দৃষ্টি কামনা করা হয়। বিষয়টি গয়টাপাড়া বিওপি কমান্ডার অধিনায়ক ৩৫ বিজিবি জামালপুর লে.কর্ণেল মো. হাসানুর রহমানকে অবগত করা হয়েছে। পরে ৩৫ বিজিবি জামালপুর অধিনায়ক রিজিয়ন কমান্ডার সরাইল বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সেক্টর কমান্ডার ময়মনসিংহ কর্ণেল সরকার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমানকে অবগত করলে তারা সম্মতি দেন।

রৌমারী উপজেলা প্রকৌশলী মনছুরুল হক বলেন, এ রাস্তাটির জন্য কোন বরাদ্দ নেই। বরাদ্দ পেলে এ রাস্তাটি সংস্কার করা হবে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, আপাতত কোন বরাদ্দ নেই। তবে এ রাস্তাটি সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাদশাহ্/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়