শেরপুরে ইউপি চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শেরপুরের শ্রীবরদীতে ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিমকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ আগস্ট) দুপুরে ইউপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার সহাস্রাধিক নারী-পুরুষ। পরে বিক্ষোভ মিছিল করে তারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দেন।
এসময় বক্তব্য রাখেন, ভেলুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুছা, যুবদলের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন উজ্জ্বল, শ্রমিক দলের সভাপতি নুর ইসলাম ময়না ও ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন।
বক্তারা বলেন, দুর্নীতিবাজ ও দাঙ্গাবাজ ইউপি চেয়ারম্যান আব্দুল করিম ও মেম্বারদের দুর্নীতিতে ভেলুয়া ইউনিয়নবাসী অতিষ্ঠ। তারা বিভিন্ন সহযোগীতার কথা বলে নিরীহ মানুষের কাছে টাকা গ্রহণ করেন। গ্রাম্য বিচারে টাকার বিনিময়ে বিচারের রায় দেন। এলাকাবাসী এসব থেকে বাঁচতে তার অপসারণ দাবি করেছেন। আমরা এই ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবী করছি।
পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে অপসারণের দাবি জানান।
তারিকুল/টিপু