ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

শিয়াল মারার ফাঁদে প্রাণ গেলো দম্পতির

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২৫ আগস্ট ২০২৪  
শিয়াল মারার ফাঁদে প্রাণ গেলো দম্পতির

টাঙ্গাইলের ঘাটাইলে আঁখ খেতে পেতে রাখা শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগস্ট) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রাম থেকে তাদের মরদেহ করেছে পুলিশ। 

মারা যাওয়ারা হলেন- একই গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে কৃষক আরশেদ আলী (৬৫) এবং তার স্ত্রী রহিমা বেগম (৫২)। 

এলাকাবাসী জানান, কৃষক আরশেদ আলী নিজ বাড়ির পাশে আঁখ চাষ করেন। শিয়ালের কাছ থেকে আঁখ রক্ষায় এবং চুরি ঠেকাতে খেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন তিনি। গতকাল শনিবার রাতে খেতে গেলে অসাবধানতাবশত প্রথমে রাহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে স্বামী আরশেদ আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে আজ সকালে লাশ দুটি উদ্ধার করে।

আরো পড়ুন:

ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়