ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কসবা ও আখাউড়ায় আরও কমেছে বন্যার পানি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ২৫ আগস্ট ২০২৪  
কসবা ও আখাউড়ায় আরও কমেছে বন্যার পানি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় বন্যা পরিস্থিতি আরো উন্নতি হয়েছে। রোববার (২৫ আগস্ট) এই দুই উপজেলায় বন্যার পানি কমা অব্যাহত ছিল। কসবায় কিছু সড়কে পানি থাকলেও বেশিরভাগ ঘর থেকে পানি সরে গেছে। তবে, আখাউড়ায় জলাবদ্ধতার রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

এদিকে, ভিসার মেয়াদ শেষে হয়ে যাওয়া এবং ভারত সীমান্তে আটকে পড়া সাত যাত্রীকে আজ বিকেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরিয়ে আনা হয়েছে। এ তথ্য জানিয়েছেন ইমিগ্রেশন ইন্সপেক্টর খাইরুল আলম।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি বলেন, ‘এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কয়েকটি বাড়িতে জলাবদ্ধতা রয়েছে। জলবদ্ধতার কারণ নিরসন করে পানি সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

আরো পড়ুন:

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, ‘এখানকার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে। কিছু সড়কে এখনো পানি রয়েছে। যে কারণে আশ্রয়কেন্দ্র থেকে লোকজন এখনই বাড়ি ফিরতে পারছেন না। সরকারি ও বেসরকারি উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে।’

মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়