ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

কুমিল্লায় বন্যার পানিতে ২ শিক্ষার্থীর মৃত্যু 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ২৫ আগস্ট ২০২৪  
কুমিল্লায় বন্যার পানিতে ২ শিক্ষার্থীর মৃত্যু 

কুমিল্লার তিতাসে বন্যার পানিতে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। রোববার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার বাঘাইরামপুর গ্রামে মারা যায় তারা। 

মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো- বাঘাইরামপুর গ্রামের  মোক্তার হোসেনের মেয়ে আয়েশা আক্তার (১০) এবং একই গ্রামের মনির হোসেনের মেয়ে সামিয়া আক্তার (১০)। তারা সম্পর্কে চাচাতো বোন। নয়াকান্দি খাদিজাতুল কোবরা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিল দুই বোন।

স্থানীয়রা জানান, আজ মাদরাসা থেকে ফেরার পথে বন্যার পানির স্রোতে ভেসে যান আয়েশা ও সামিয়া। পরে স্থানীয় লোকজন পানিতে নেমে দুই শিশুকে খুঁজতে শুরু করেন। দুপুর ১টার দিকে আয়েশাকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। এর ১ ঘণ্টা পর তার চাচাতো বোন সামিয়াকে উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহিদ আহমেদ বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়