ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

আবারো খুললো কাপ্তাই বাঁধের জলকপাট

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ২৫ আগস্ট ২০২৪   আপডেট: ২০:৩৯, ২৫ আগস্ট ২০২৪
আবারো খুললো কাপ্তাই বাঁধের জলকপাট

কাপ্তাই হ্রদ। ফাইল ফটো

আবারো খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের জলকপাট। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে হ্রদের ১৬টি স্পিলওয়ে (জলকপাট) খুলে দেওয়া হয়।

এর আগে, হ্রদের পানি বেড়ে যাওয়ায় আজ সকাল ৮টার দিকে স্পিলওয়েগুলো ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। ছয় ঘণ্টা পর দুপুর ২টার দিকে স্পিলওয়েগুলো বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

কর্ণফুলী বিদ্যু কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, আজ বিকেলে কাপ্তাই হ্রদে পানির লেভেল বেড়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে হ্রদে পানির লেভেল ছিল ১০৮.৬০ ফুট মীনস সি লেভেল। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রতিটি জলকপাট ৪ ইঞ্চি খুলে পানি ছাড়া হচ্ছে।  

তিনি আরও জানান, পানি ছাড়ার কারণে হ্রদের আশপাশের এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই।
 

বিজয়/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়