ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

নোয়াখালীতে বন্যার পানিতে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ২৫ আগস্ট ২০২৪  
নোয়াখালীতে বন্যার পানিতে শিশুর মৃত্যু

মো. আব্দুর রহমান

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. আব্দুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগস্ট) উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট পশ্চিমপাড়ায় মারা যায় সে।

মারা যাওয়ার আব্দুর রহমান কেশারপাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বীরকোট পশ্চিমপাড়ার পাটোয়ারী বাড়ির মো. গিয়াস উদ্দিনের ছেলে। গিয়াস উদ্দিন স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

কেশারপাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন বলেন, বন্যায় হাঁটু সমান পানি জমেছে। পানিবন্দি মানুষজন শিক্ষক গিয়াস উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। পারিবারিক প্রয়োজনে সকালে গিয়াস উদ্দিন বাড়ি থেকে বের হন। সে সময় ছেলে তার বাবার পেছন পেছন যেতে থাকে। গিয়াস উদ্দিন বিষয়টি টের পাননি। এরপর অনেক খোঁজাখুঁজি করলেও শিশুটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। প্রায় দুই ঘণ্টা পর বাড়ির পাশেই তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। একমাত্র সন্তানকে হারিয়ে পরো পরিবারটি শোকে কাতর হয়ে পড়েছে।

আরো পড়ুন:

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। যাদের ঘরে শিশু আছে তাদের অবশ্যই বন্যার সময় সচেতন হওয়া প্রয়োজন।

সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়