ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

মাদারীপুরে ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় মামলা

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ২৫ আগস্ট ২০২৪   আপডেট: ২২:৩৬, ২৫ আগস্ট ২০২৪
মাদারীপুরে ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় মামলা

রোমান ব্যাপারী

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে রোমান ব্যাপারীকে (৩২) হত্যার ঘটনায় মামলা হয়েছে। পৌর ছাত্রলীগের সভাপতি নোবেল ব্যাপারীকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ করে মামলাটি হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ২৫০-৩০০ জনকে।

গতকাল শনিবার (২৪ আগস্ট) রাতে নিহতের স্ত্রী কাজল আক্তার বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় মামলাটি করেন। নিহত রোমান ব্যাপারী সদর উপজেলার ভদ্রখোলা এলাকার আমর ব্যাপারীর ছেলে। তিনি পেশায় পিকআপ ভ্যানের চালক ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে মস্তফাপুর গোল চত্বর থেকে নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। খাগদী বাসস্ট্যান্ডের দিকে এলে আন্দোলনকারীদের ওপর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন রোমান ব্যাপারী ও তাওহীদ সন্যামাত (২০)। গুরুতর অবস্থায় তাদের চরমুগরিয়া আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন:

মামলার বাদী কাজল আক্তার বলেন, ‘আমার স্বামী ছাত্র-জনতার সঙ্গে একত্রতা প্রকাশ করতেই সেদিন মিছিলে যায়। বিনা কারণে একদল সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করে। আমরা এতো দিন অপেক্ষায় ছিলাম, দেখি কেউ আমাদের সহযোগিতায় এগিয়ে আসে। কেউ এগিয়ে আসেনি। তাই মামলা করতে দেরি হয়েছে। আমার স্বামীকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই আমি।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে নিহত রোমানের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলাটি পুলিশ তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা করছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

বেলাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়