বানভাসিদের পাশে ফরিদপুরের কৃষক হাটের শ্রমজীবীরা
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সারা দেশের মানুষ নিজেদের সাধ্যমত বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসছেন। এবার অর্থ সংগ্রহ করে বানভাসিদের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুরের কৃষক হাটের শ্রমজীবী মানুষরা।
সোমবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ত্রাণ সংগ্রহ বুথে শ্রমিজীবীরা নিজেদের উত্তোলন করা ১৩ হাজার ৭০০ টাকা ও ছয়টি নতুন লুঙ্গি বন্যাদুর্গতদের জন্য দেন।
ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবরার নাদিম ইতু বলেন, ‘ফরিদপুরের কৃষক হাটের শ্রমজীবী ভাইরা তাদের পরিশ্রমের টাকা দান করেছেন বন্যার্তদের জন্য।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বানভাসিদের পাশে দাঁড়াচ্ছেন। অনেকেই আছেন যারা আঁড়াল থেকে সহযোগিতা করে যাচ্ছেন।’
তামিম/মাসুদ