ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

লক্ষ্মীপুরে আশ্রয়কেন্দ্রে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ২৬ আগস্ট ২০২৪  
লক্ষ্মীপুরে আশ্রয়কেন্দ্রে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরের একটি আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে আব্দুল মালেক (৭০) নামে বৃদ্ধ মারা গেছেন। সোমবার (২৬ আগস্ট) ভোরের দিকে লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে তিনি মারা যান। মৃতের বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া আব্দুল মালেক সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। 

স্থানীয়রা জানান, গতকাল রোববার (২৫ আগস্ট) বিকেলে মালেকসহ তার পরিবার আশ্রয়কেন্দ্রে আসেন। রাতে বৃষ্টি ছিল। আব্দুল মালেক অ্যাজমা রোগী ছিলেন। ঠান্ডাজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। আজ ভোরের দিকে তিনি মারা যান। 

আরো পড়ুন:

আব্দুল্লাহ আল মামুন মুন্না বলেন, ‌‘বাড়িতে বন্যার পানি উঠেছে। এজন্য আমরা আশ্রয়ণ কেন্দ্রে এসেছি। ধারণা করা হচ্ছে, ঠান্ডাজনিত কারণে ধারণা করা হচ্ছে আমার বাবা মারা গেছেন।’

জাহাঙ্গীর/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়