ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

গাজী টায়ার্সের আগুন ৩২ ঘণ্টা পর নিভেছে, তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ২৭ আগস্ট ২০২৪  
গাজী টায়ার্সের আগুন ৩২ ঘণ্টা পর নিভেছে, তদন্ত কমিটি গঠন

রূপগঞ্জে আগুনে পুড়ে যাওয়া কারখানার বাইরে স্বজনের খোঁজে আহাজারি করছেন কয়েকজন নারী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান গাজী টায়ার্স কারখানার আগুন দীর্ঘ ৩২ ঘণ্টা পর নেভানো হয়েছে। উচ্চ তাপ ও ধসের শঙ্কায় এখনো শুরু হয়নি উদ্ধার অভিযান। দীর্ঘ সময় আগুনে পোড়ার ফলে ছয় তলা ভবনটি ধসে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। ফলে অপেক্ষা বাড়ছে কারখানার বাইরে অপেক্ষমাণ নিখোঁজেদের স্বজনদের। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক এ তথ্য জানিয়েছেন। 

এদিকে, কারা কারখানায় আগুন দিয়েছে সেটি খতিয়ে দেখতে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক মাহমুদুল হক এ তথ্য জানান।

আজ দুপুর ২টার দিকে সরেজমিনে দেখা যায়, কারখানার সামনে দাঁড়িয়ে আহাজারি করছেন সাজেদা নামের এক নারী। তিনি রুপগঞ্জের সাঈদ মার্কেট থেকে এসেছেন। সাজেদা জানান, তার ভাই নাহিদ (৩২) গত রোববার সন্ধায় এক বন্ধুর সঙ্গে কারখানার ভেতরে কি হচ্ছে দেখতে আসে। কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাকে ফোন দেওয়া হয়। তবে, ফোনটি বন্ধ পাওয়া গেছে। এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক বলেন, ‘মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুন নিভেছে। প্রচুর দাহ্য পদার্থ থাকায় ভবনের ভেতর এখনো প্রচণ্ড তাপ। মাঝেমধ্যেই আগুনের শিখা জ্বলে উঠছে। এখনো প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে। দীর্ঘ সময় আগুনে পোড়ার ফলে ভবনের ফ্লোরগুলো বেঁকে গেছে। এখন ভবনের ভেতর ও বাইরের পলেস্তারা খসে পড়ছে। ভবনটিও ধসে পড়ার শঙ্কা আছে। ঝুঁকি থাকায় এখনই ভবনের ভেতর কোনো অনুসন্ধান চালানো যাচ্ছে না।’ 

তিনি বলেন, ‘আমরা এখনই ভেতরে যাচ্ছি না। ভোরে টার্ন টেবল লেডার (টিটিএল) মেশিন দিয়ে ভবনের বাইরে থেকে ছাদে দেখা হয়েছে। হতাহত কাউকে পাওয়া যায়নি।’

এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ‘দুই রাত ধরে কারখানাটি আগুনে পুড়ে যাওয়ায় তাপ ও ভবন ধসের আশঙ্কায় উদ্ধার অভিযান শুরু করা যাচ্ছে না। কারা এখানে অগ্নিকাণ্ড ঘটিয়েছে বিষয়টি খতিয়ে দেখার জন্য ৮ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

প্রসঙ্গত, গত রোববার রাত সাড়ে ১০ টার দিকে নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার রুপসী খাদুন এলাকায় গাজী টায়ারের কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে, তারা  বিকেল থেকেই কারখানাটিতে লুটপাট করতে থাকে। আগুন দেওয়ার খবর পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট রোববার রাত থেকে সোমবার রাত পৌঁনে ৮টা পর্যন্ত প্রায় ২১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়