ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

নাটোরে পদ্মার পানি বেড়েছে ২ সেন্টিমিটার

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ২৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:৩০, ২৭ আগস্ট ২০২৪
নাটোরে পদ্মার পানি বেড়েছে ২ সেন্টিমিটার

ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। ফলে নাটোরের লালপুরে পদ্মা নদীতে ২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

রফিকুল আলম জানান, পদ্মা নদীর লালপুর অংশে পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। দুপুরে ১টার দিকের রিডিং অনুযায়ী সেখানে পানি প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৮ মিটারে।

পদ্মা নদী তীরবর্তী লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খোলায় নদীতে পানি বাড়তে শুরু করেছে। পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।

আরো পড়ুন:

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, ‌‘আমরা পর্যাবেক্ষণ করছি। নদী তীরবর্তী মানুষদের সবসময় সতর্ক থাকার জন্য বলা হয়েছে।’

আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়