ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

১৮ ইঞ্চি খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ২৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:০২, ২৭ আগস্ট ২০২৪
১৮ ইঞ্চি খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট

কাপ্তাই বাঁধ

উজানে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাধের জলকপাটগুলো ১৮ ইঞ্চি (দেড় ফুট) খুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে লেকের পানি বিপৎসীমা অতিক্রম করায় পানি ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের। 

এটিএম আব্দুজ্জাহের জানান, কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। ১০৮ ফুটকে বিপৎসীমা ধরা হয়। আজ পানির উচ্চতা ১০৮ ফুট ছাড়িয়ে যাওয়ায় পানি ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। গত দুই দিন জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি বিপৎসীমার নিচে রাখার চেষ্টা করা হয়। 

আরো পড়ুন:

তিনি আরও জানান, উজানে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় গত ১২ ঘণ্টায় লেকের পানির উচ্চত ১০৮ ফুট ছাড়িয়ে যায়। এ কারণে কাপ্তাই বাঁধকে নিরাপদ রাখতে জলকপাট ৬ ইঞ্চির বদলে দেড়ফুট (১৮ ইঞ্চি) খুলে দেওয়া হয়েছে। এতে লেক থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৩০ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়