ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

নৌবাহিনী প্রধানের বন্যা কবলিত এলাকা পরিদর্শন 

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ২৭ আগস্ট ২০২৪  
নৌবাহিনী প্রধানের বন্যা কবলিত এলাকা পরিদর্শন 

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মো. নাজমুল হাসান

ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত উদ্ধার, চিকিৎসাসেবা ও ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মো. নাজমুল হাসান। 

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ফুলগাজীতে বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এ কথা জানান।

ছাত্র-জনতা ও প্রশাসন সকলে সম্মিলিতভাবে কাজ করলে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ সব ধরনের সহায়তা করা সম্ভব জানিয়ে তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলে সব ধরনের দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে।

এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে ত্রাণ বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে কথা বলেন।

নৌবাহিনী প্রধান হেলিকপ্টার যোগে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে অবতরণ করেন। পরে তিনি ফুলগাজী মহিলা কলেজ সংলগ্ন নৌবাহিনীর বিশেষ মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।
 

সাহাব/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়