ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

শুদ্ধাচার পুরস্কার পেলেন আমতলীর ইউএনও 

বরগুনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ২৭ আগস্ট ২০২৪  
শুদ্ধাচার পুরস্কার পেলেন আমতলীর ইউএনও 

সততা, স্বচ্ছতা ও ভোগান্তিবিহীন সেবা দেওয়ায় শুদ্ধাচার পুরস্কার পেলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে বরগুনা জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম তার হাতে এ পুরস্কার তুলে দেন। 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২২ সালের ১১ ডিসেম্বর মুহাম্মদ আশরাফুল আলম আমতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তার যোগদানের পরপরই আমতলী উপজেলার আইনশৃংখলা, উন্নয়নের অগ্রগতি, সামাজিক বন্ধন বদলে যেতে শুরু করে। তার কার্যালয়ের গেট সবার জন্য উন্মুক্ত করে দেন। তার কাছে গিয়ে মানুষ তাদের কথা বলতে পারেন।

ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘আমি প্রজাতন্ত্রের কর্মচারি। আমার উপরে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করাই আমার কাজ। আমি যদি ভালো কাজে এগিয়ে না আসি, কেউ ভালো কাজের উৎসাহ পাবে না।’  

তিনি আরও বলেন, ‘এ পুরস্কার আমতলীবাসীর। তাদের সহায়তায় আমি তাদের সঙ্গে নিয়ে কাজ করে এ পুরস্কার পেয়েছি। আমার বদলি হলে এ পুরস্কার আমতলীবাসীর জন্য রেখে যাবো।’ 

বরগুনা জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম বলেন, কাজের মূল্যায়নই শুদ্ধাচার পুরস্কারের মানদণ্ড। 
 

ইমরান/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়