ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার 

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ২৭ আগস্ট ২০২৪  
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার 

তানভীর জিয়া রাসেল

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তানভীর জিয়া রাসেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অগাস্ট) রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ওসমান গনি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান সিদ্ধান্ত অনুমোদন করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুর জেলাধীন ভান্ডারিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তানভীর জিয়া রাসেলকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। 

তানভীর জিয়া রাসেল জানান, তিনি যড়যন্ত্রের স্বীকার। তিনি দলের যে কোনো সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। 

আরো পড়ুন:

তাওহিদুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়