ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

ফারাক্কার গেট খোলা

চাঁপাইনবাবগঞ্জে স্থিতিশীল পদ্মার পানি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ২৮ আগস্ট ২০২৪   আপডেট: ১০:৩৭, ২৮ আগস্ট ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে স্থিতিশীল পদ্মার পানি

ভারত ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিলেও চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় এর কোনো প্রভাব পড়েনি। কয়েকদিন ধরে নদীটিতে পানি বৃদ্ধি পেলেও গত ২৪ ঘণ্টায় তা আর বাড়েনি। স্থিতিশীল রয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা জানিয়েছেন।

বুধবার (২৮ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে- চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি বিপৎসীমার প্রায় ১ দশমিক ৫৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া গত সোমবার ও মঙ্গলবার এই নদীতে ১০ মিটার পানি বেড়ে হয়েছিল ২০ দশমিক ৫৫ মিটার। যা এখনও স্থিতিশীল আছে। চলতি বর্ষা মৌসুমে গত ২০ আগস্ট পদ্মায় সর্বোচ্চ পানি হয়েছিলো ২০ দশমিক ৬০ মিটার।

এদিকে পদ্মা নদীতে পানি স্থিতিশীল থাকলেও পদ্মার তীরবর্তী কিছু কিছু এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়রা বলছে, স্রোতের তোড়ে নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে। এখন সবচেয়ে বেশি নদী ভাঙনের কবলে পড়েছে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি এলাকার মানুষ। 

জুলফিকার নামে এক জেলে রাইজিংবিডিকে বলেন, চলতি বর্ষার মৌসুমে থেমে-থেমে নদী ভাঙন হচ্ছিল। আকস্মিক ভাবে পদ্মা নদীতে কিছুটা পানি বেড়ে যাওয়ায় স্রোতের তোড়ে নদীর পাড় ভাঙছে। ভাঙন আতঙ্কে স্থানীয়রা নিরাপদ দূরত্বে সরে যাচ্ছেন। 

পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে পানি বাড়েনি। এখন নদীর পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছু-কিছু এলাকায় নদী ভাঙনের দেখা দিয়েছে। তবে বন্যার কোনো আশঙ্কা নেই।

শিয়াম/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়