ঢাকা     শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

গোমতীর পানি বিপৎসীমার নিচে, স্বস্তি ফিরছে বানভাসিদের মনে

কুমিল্লা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২৮ আগস্ট ২০২৪  
গোমতীর পানি বিপৎসীমার নিচে, স্বস্তি ফিরছে বানভাসিদের মনে

টানা বৃষ্টি ও উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি গত এক সপ্তাহ ধরে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও অবশেষে নিচ দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়েছে। গোমতীর পানি কমার খবর পেয়ে স্বস্তি ফিরেছে জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এলাকার বানভাসি মানুষের মধ্যে। এবার বসতভিটার পানি কমে যাবে বলে আশা করছেন তারা।

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যার পর থেকে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবি)। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানান পাউবি। 

বুধবার (২৮ আগস্ট) কুমিল্লার গোমতীর নদীর তীরবর্তী পালপাড়া ও বুড়বুড়িয়া বাঁধ এলাকায় গিয়ে সরেজমিনে দেখা যায়, নদীর পানি অনেকাংশেই কমে গেছে। বাঁধের স্রোতও আর আগের মতো তীব্র নেই। এতে স্বস্তি প্রকাশ করেছেন ওই এলাকার মানুষ। 

কথা হয় বুড়বুড়িয়া এলাকার বাসিন্দা ইউনুছ মিয়ার সাথে। তিনি জানান, প্রথম দিকে পানির স্রোত এতোই তীব্র ছিলো যে গাছ বা বাড়ি কোনো কিছুই টিকতো না। এখন স্রোত অনেকটা কমে গেছে। এবার পানি কমে যাবে বলে মনে হচ্ছে। এতে আমাদের বসতবাড়িগুলোর অস্তিত্ব মিলবে। 

এ সময় আক্ষেপ প্রকাশ করে একই এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম বলেন, রাতে হঠাৎ করেই এই বুড়বুড়িয়ার বাঁধ ভেঙে যায়। কোনোমতে নিজের জীবন নিয়ে পাড়ে উঠে এসেছি। আমার হাঁস মুরগী পানিতে ভেসে গেছে। অল্প অল্প করে এই সংসার গুছিয়েছিলাম। এক বন্যা সব কেড়ে নিলো। স্রোত কমে যাওয়ায় কিছুটা স্বস্তি লাগছে। 

এদিকে গোমতীর পানি কমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান জানান, গোমতী নদীর পানি বিপৎসীমা থেকে অনেক কমেছে। বুধবার (২৮ আগস্ট) বেলা ১২টা পর্যন্ত গোমতীর পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান, গোমতীর পানি বিপৎসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে, এটা সুসংবাদ হলেও আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে নেই। বুধবার সকাল থেকেই কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

উল্লেখ্য, এর আগে গত ২২ আগস্ট রাতে গোমতীর পানি বিপৎসীমার সর্বোচ্চ উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। গোমতী নদীর পানির লেভেল ১১ দশমিক ৩ মিটার হলেও, সেদিন রাতে এই নদীর পানি বিপৎসীমার ১৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ওইদিন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোমতী নদীর তীরবর্তী বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার বাঁধ ভেঙে লোকালয়ে পানির প্রবাহ বাড়ে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়।

রুবেল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়