ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

শ্রমিকলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৩, ২৯ আগস্ট ২০২৪   আপডেট: ০৮:১৮, ২৯ আগস্ট ২০২৪
শ্রমিকলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আবদুল মান্নান। ফাইল ফটো

চট্টগ্রামের রাউজানে সড়কের পাশ থেকে আবদুল মান্নান (৩২) নামে এক শ্রমিকলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ আগস্ট) রাতে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব চন্দ্র কর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, একই দিন বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের অভিযোগ, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আবদুল মান্নান রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডাকবাংলো এলাকার কবির মিস্ত্রির ছেলে ও ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, দুপুরে অটোরিকশাযোগে রাউজানের দিকে যাওয়ার সময় আব্দুল মান্নানকে আটক করে কয়েকজন মারধর করে চারা বটতল এলাকায় ফেলে রেখে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজয়/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়