ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, পালিয়েছেন প্রেমিক

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ২৯ আগস্ট ২০২৪   আপডেট: ১০:৫৭, ২৯ আগস্ট ২০২৪
বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, পালিয়েছেন প্রেমিক

শরীয়তপুর শহরের দক্ষিণ বালুচরা এলাকায় বিয়ের দাবিতে সুজন সরদার নামে এক প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে অনশন করছেন এক তরুণী (২০)। প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।

সুজন সরদার ওই এলাকার আবুল কালাম সরদারের ছেলে। এদিকে গত মঙ্গলবার (২৭ আগস্ট) ওই তরুণী বাড়িতে এসে বিয়ের দাবি নিয়ে অনশনে বসলে পালিয়ে যান প্রেমিক ও তার পরিবার।

ভুক্তভোগী জানান, প্রায় চার বছর আগে সুজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। পরবর্তীতে বিয়ের প্রলোভনে টাকা দাবি করেন সুজন। প্রেমিকের কথায় বোনের গহনা বিক্রি করে সুজনের হাতে টাকা তুলে দেন তরুণী। টাকা নেওয়ার পর থেকেই তালবাহানা শুরু করেন সুজন।

সোহেল তালুকদার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, মেয়েটি দাবি করেছেন, সুজনের সঙ্গে তার চার বছরের প্রেমের সম্পর্ক। ভুক্তভোগী বাড়িতে আসার পরপরই সুজন ও তার পরিবার পালিয়ে গেছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, এ বিষয়ে এখনও কোনও অভিযোগ পাইনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। ভুক্তভোগী অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আকাশ/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়