ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

পদ্মায় ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৪ মিটার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ২৯ আগস্ট ২০২৪   আপডেট: ১১:৫৮, ২৯ আগস্ট ২০২৪
পদ্মায় ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৪ মিটার

ফারাক্কার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৪ মিটার। তবে এখনও পদ্মার পানি বিপৎসীমার ১ দশমিক ৪৪ মিটার নিচে রয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়েজ উদ্দীন বলেন, ফারাক্কা ব্যারেজের পর ভারত থেকে পদ্মা নদী চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সেই পাংখা পয়েন্টে ২৪ ঘণ্টায় ৪ মিটার পানি বেড়েছে। পদ্মায় বিপৎসীমা ধরা হয় ২২ দশমিক ০৫ মিটার। বর্তমানে পানির স্তর ২০ দশমিক ৫৯ মিটার। এখনো পানির স্তর বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির যে হার, তাতে এখনো আকস্মিক বন্যার আশঙ্কা নেই এ অঞ্চলে।

প্রসঙ্গত, ফারাক্কা ব্যারেজের ১০৯টি জলকপাট খুলে দেওয়ার খবর দেয় ভারতের বেশকিছু গণমাধ্যম। সংবাদে বলা হয়, ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কার কপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার দেশের গণমাধ্যমেও এমন খবর প্রচারের পর পদ্মা নদী-তীরবর্তী মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তারা বন্যা মোকাবেলায় নানামুখী প্রস্তুতিও নিচ্ছিলেন। তবে পানি বৃদ্ধির অস্বাভাবিকতা না থাকায় আতঙ্ক কেটে গেছে তাদের।

পদ্মা-তীরবর্তী শিবগঞ্জের পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, একসঙ্গে ফারাক্কার সব কপাট খুলে দেওয়ার খবরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। এ ইউনিয়নের মানুষ এসব পরিস্থিতি দেখে অভ্যস্ত। অনেক বছর ধরেই হঠাৎ বন্যা মোকাবেলা করতে হয় তাদের। নদী-তীরবর্তী মানুষ শুকনো খাবার মজুতসহ বিভিন্ন প্রস্তুতি নিয়ে রাখে।

শিয়াম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়