ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কুমিল্লায় বন্যায় ২১ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ২৯ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:২৯, ২৯ আগস্ট ২০২৪
কুমিল্লায় বন্যায় ২১ জনের মৃত্যু

কুমিল্লায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ১৭টি উপজেলার মধ্যে ১৪টি প্লাবিত হয়েছে। বন্যার পানিতে এখনও পানিবন্দি রয়েছেন প্রায় ১৪ লাখ মানুষ। এছাড়া বন্যায় জেলায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে- সদর উপজেলার দুই জন, বুড়িচংয়ের চার জন, তিতাসের দুই জন, নাঙ্গলকোটের তিন জন, মনোহরগঞ্জের তিন জন, লাকসামের তিন জন, মুরাদনগরের একজন ও ব্রাহ্মণপাড়ার একজন।

স্থানীয়রা জানান, কুমিল্লার এক উপজেলা থেকে পানি নামলেও প্লাবিত হচ্ছে আরেক উপজেলা। যদিও আগের থেকে পানির পরিমাণ কমেছে। এখনও পানিবন্দি রয়েছেন বহু মানুষ।

কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী বলেন, কুমিল্লায় বন্যার্তদের জন্য ৭২৪টি আশ্রয়কেন্দ্রে খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় ৮০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

রুবেল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়