বাঁশি বাজানোর জেরে যুবককে পিটিয়ে হত্যা
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বাঁশি বাজানোর জেরে শিপন মিয়া (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শিপন মিয়া উপজেলার পশ্চিম তিমিরপুরে গ্রামে হুঁশিয়ার আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।
তিনি জানান, বুধবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম তিমিরপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রুবেল মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে। রুবেল একই গ্রামের বাবুল মিয়ার ছেলে।
ওসি জানান, শিপন মিয়া কয়েকদিন আগে রুবেলদের বাড়ির সামনে বাঁশি বাজাচ্ছিলেন। এতে রুবেল বাধা দিলে দুজনের মধ্যে ঝগড়া হয়। এর জেরে মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় দুজনের মারামারি হয়।
সেই ঘটনার জেরে বুধবার রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে রুবেল ও তার লোকজন শিপনকে পিটিয়ে আহত করে। পরে শিপনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিপনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি মাসুক আলী।
মামুন চৌধুরী/সনি