ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

শরীয়তপুরে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ২৯ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:২৮, ২৯ আগস্ট ২০২৪
শরীয়তপুরে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি

আহ্বায়ক আব্দুল আজিজ শিশির

শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আব্দুল আজিজ শিশিরকে (এনটিভি) আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে নুরুল আমীন রবিন (চ্যানেল২৪), বিএম ইশ্রাফিল (সময় নিউজ), মাহবুব আলম (মোহনা টিভি) ও মো. মানিক মোল্লাকে (জিটিভি) যুগ্ম আহ্বায়ক করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, রাজিব হোসেন রাজন (ডিবিসি), মো. ছগির হোসেন (ইনডিপেনডেন্ট টিভি ও দেশ রূপান্তর), এসএম শাকিল (যমুনা টিভি), মো. ফারুক মোল্লা (এশিয়ান টিভি), সাইফুল ইসলাম আকাশ (গ্লোবাল টিভি ও রাইজিংবিডিডটকম), আসাদ গাজী (এশিয়ান টিভি), শাহাদাৎ হোসেন হিরু (নাগরিক টিভি) ও সালাউদ্দিন রুপম (দীপ্ত টিভি)।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। একইসঙ্গে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

এ সময় চ্যানেল আই জেলা প্রতিনিধি এসএম মজিবুর রহমান, শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রোকনুজ্জামান পারভেজ (এটিএন বাংলা ও এটিএন নিউজ) ও সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খান (বাংলাভিশন) সহ জেলার টেলিভিশন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আহ্বায়ক আব্দুল আজিজ শিশির বলেন, এটি পেশাজীবীদের সংগঠন। সকলের দায়িত্ব সংগঠনকে এগিয়ে নেওয়া। তাই সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
 

আকাশ/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়