নড়াইলে খালেদা জিয়ার মামলা খারিজ
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে নড়াইলে দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে নড়াইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জুয়েল রানা এ আদেশ দেন।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় একটি সভায় বিরূপ মন্তব্য করেন বেগম খালেদা জিয়া। সেই অভিযোগে ২৯ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল আমলী আদালতে মানহানির অভিযোগ করেন আশিক বিল্লাহ। পরে আদালত অভিযোগ গ্রহণ করে সদর থানাকে তদন্তের নির্দেশ দেন। সদর থানা অভিযোগ তদন্ত করে ২০১৬ সালের ২৪ আগস্ট অভিযোগের সত্যতা পাওয়া যায় মর্মে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন পাওয়ার পর আদালত অপরাধ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন। যার সিআর নং-২৮/২১
মামলার ধার্য দিনে বাদী আদালতে হাজির না হওয়ায় বিচারক মামলা খারিজ করে দেন। বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ দায়ের করা আশিক বিল্লাহ নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের মুত ওয়াজেদ আলীর ছেলে।
শরিফুল/বকুল