ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

গোপালগঞ্জে অজ্ঞান পার্টির ২ সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ২৯ আগস্ট ২০২৪  
গোপালগঞ্জে অজ্ঞান পার্টির ২ সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

গোপালগঞ্জে স্প্রে দিয়ে অজ্ঞান করে সর্বস্ব ছিনিয়ে নেওয়া দলের দুই সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর বাজার এলাকা থেকে অজ্ঞান পার্টির এই দুই সদস্যকে আটক করে স্থানীয়রা। আটককৃতরা হলো- যশোরের বাঘারপাড়া থানার তুরজাউন হোসেন (৩০) ও নড়াইলের কালিয়া উপজেলার মোহাম্মদ রানা (২৯)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজিব আহম্মেদ জানান, গত এক বছর আগে
তুরজাউন হোসেন ও মোহাম্মদ রানা নড়াইল জেলার নড়াগাতি থানার যোগানিয়া আজিজিয়া শামসুল ওলুম মাদ্রাসার নির্মাণ কাজের জন্য টাকা তুলতে দুর্গাপুর বাজার এলাকায়
আসে। এ সময় মাদ্রাসার নির্মাণ কাজের কথা বলে উজ্জ্বল ও খায়ের নামের দুই ব্যক্তির নাকে স্প্রে
ছিটিয়ে অজ্ঞান করে ২৫ হাজার টাকা লুটে নেয়।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে তারা আবারও দুর্গাপুর বাজার এলাকায় এসে মাদ্রাসার নির্মাণ কাজের কথা বলে টাকা চেয়ে মানুষের সাথে কুশল বিনিময় করে তাদের হাতে বিভিন্ন ধরনের আতর লাগিয়ে দেয়।

বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা অজ্ঞানপার্টির সদস্য মনে করে তাদের ধরে গণধোলাই দেয়। পরে পুলিশে খবর দিলে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদেরকে আটক করে থানায় নেওয়া হয়। এসময় তাদের কাছ থেকে টাকা চাঁদা তোলার রশিদ বই, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার (ওসি) মো. আনিচুর রহমান বলেন, ‘স্থানীয়রা অজ্ঞানপার্টির
সদস্য হিসেবে তাদের আটক করে পুলিশে দিয়েছে। তাই তাদের সন্দেহজনক হিসেবে আগামীকাল
শুক্রবার আদালতে হাজির করা হবে।’

বাদল সাহা/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়