ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ভারতে যাওয়ার আগে ভাতিজার সঙ্গে শেষ কথা হয় পান্নার

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ৩০ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:৫২, ৩০ আগস্ট ২০২৪
ভারতে যাওয়ার আগে ভাতিজার সঙ্গে শেষ কথা হয় পান্নার

ইসহাক আলী খান পান্না। ফাইল ফটো

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার লাশ উদ্ধারের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ভারতের মেঘালয় পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ অগাস্ট পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনা ভোই গ্রামের একটি সুপারি বাগান থেকে পান্নার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি লিখেছে, মরদেহের সঙ্গে পাওয়া পাসপোর্ট থেকে পান্নার পরিচয় শনাক্ত করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে তার মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধের কথা বলা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে।

এদিকে পান্নার সঙ্গে পরিবারের সদস্যদের সর্বশেষ কবে এবং কী কথা হয়েছে তা জানতে পিরোজপুর শহরের পাড়েরহাট সড়কে তার পৈতৃক নিবাসে যান এই প্রতিবেদক। কথা হয় পান্নার বড় ভাইয়ের ছেলে কামরুজ্জামান নাদিমের সঙ্গে।

তিনি বলেন, ‘শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগের পর থেকে আত্মগোপনে ছিলেন চাচ্চু। তার সঙ্গে আমাদের সর্বশেষ কথা হয় ২০ আগস্ট। এরপর থেকে আর যোগাযোগ হয়নি। বিভিন্ন গণমাধ্যমে চাচ্চুর মৃত্যুর সংবাদ দেখেছি। তবে এখনও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাইনি। তাই কীভাবে তার মৃত্যু হয়েছে বলতে পারব না।’

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট ইসহাক আলী খান পান্না ভারতে যাওয়ার চেষ্টা করেন। সে সময় তার সঙ্গে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক মনিরুজ্জামান ছিলেন। তাদের অবস্থান নিশ্চিত করা গেলে পান্নার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ইসহাক আলী পান্না পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপারা পারসাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামের হাজী নেছাব আলী খানের ছেলে। তিনি ১৯৯৪ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ২০১২ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক হন।

তাওহিদুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়