ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

পদ্মা সেতু প্রকল্পে অন্তর্বর্তী সরকার ব্যয় সাশ্রয় করেছে ১৮২৫ কোটি টাকা: উপদেষ্টা

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ৩০ আগস্ট ২০২৪   আপডেট: ২১:৩১, ৩০ আগস্ট ২০২৪

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘পদ্মা সেতু প্রকল্পে ব্যয় সাশ্রয় করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ব্যয় সংকোচন নীতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের মোট ব্যয় থেকে সাশ্রয় করা হয়েছে ১ হাজার ৮২৫ কোটি টাকা।’

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন শেষে শরীয়তপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ফাওজুল কবির বলেন, ‘পদ্মা সেতু নির্মাণের সময় ভালো সরকার থাকলে ব্যয় আরও অনেক কমিয়ে আনা যেতো। প্রকল্পের মূল সেতুতে ৫৩০ কোটি, নদী শাসনে ৮০ কোটি, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে ১৭৮ কোটি, মূল্য সংকোচনে ৫০০ কোটি, ভূমি অধিগ্রহণে ১০৩ কোটি এবং পরামর্শ ২০০ ও অন্য ব্যয় ২৩৪ কোটিসহ মোট ১ হাজার ৮২৫ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে।’ 

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‌‘বিগত সরকার পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ধরেছিল ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। ইতোমধ্যে নির্মাণ ব্যয় কমিয়ে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে।’ 

সাইফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়