ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্বামীরও

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ৩০ আগস্ট ২০২৪   আপডেট: ২২:০৬, ৩০ আগস্ট ২০২৪
স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্বামীরও

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা গ্রামে মারা যান তারা।

নিহতরা হলেন- বালাআটা গোবিন্দপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে কাসেদ আলী (৪৫) এবং স্ত্রী আলেমা বেগম। 

স্থানীয়দের বরাত দিয়ে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‌‘আজ সকালে স্বামী-স্ত্রী বিলের মধ্যে নিজেদের জমিতে কাজ করছিলেন। তীব্র রোদ আর গরমের কারণে আলেমা বেগম জমির পাশের একটি টিনের বেড়ায় আবৃত সেচ পাম্পের ঘরে বিশ্রামের জন্য যান। টিনের বেড়ার সঙ্গে হেলান দিয়ে বিশ্রাম করছিলেন তিনি। সেসময় বিদ্যুৎ ছিল না। হঠাৎ বিদ্যুৎ আসলে টিনের সঙ্গে লেগে থাকা তারে আলেমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। চিৎকার শুনে তাকে বাঁচাতে এড়িয়ে যান কাসেদ আলী। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।’

তিনি আরও বলেন, ‘বিলটি নির্জন হওয়ায় সেসময় এ ঘটনা কেউ জানতে পারেনি। দুপুর ১টার দিকে তাদের দুই জনকে পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তি। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।’

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। স্বজনদের অভিযোগ না থাকায় দুই জনের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়