ঢাকা     মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১৪ ১৪৩১

ব্যবসায়ীর বাড়ির সামনে ব্যাগে মিলল বোমা-কাফনের কাপড়

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ৩১ আগস্ট ২০২৪   আপডেট: ০৯:০৯, ৩১ আগস্ট ২০২৪
ব্যবসায়ীর বাড়ির সামনে ব্যাগে মিলল বোমা-কাফনের কাপড়

মেহেরপুরের গাংনীতে জহিরুল ইসলাম মিঠু নামের এক ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে বোমা ও কাফনের কাপড় পাওয়া যায়।

শুক্রবার (৩০ আগস্ট) রাত ১০টার পৌর শহরের চৌগাছা গ্রাম থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। জহিরুল ইসলাম মিঠু চৌগাছা ৪নং ওয়ার্ডের হাসান সরোয়ারের ছেলে ও গাংনী বাজারের ঔষধ ব্যবসায়ী।

জহিরুল ইসলাম মিঠু বলেন, রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে প্রবেশের সময় একটি সবুজ কালারের ব্যাগ দেখতে পেয়ে থানায় খবর দিই। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগটি উদ্ধার করে। পরে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা ও কাফনের কাপড় উদ্ধার করা হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। ভয় দেখানোর জন্য কেউ এটা করতে পারে। দুস্কৃতিকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

ফারুক/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়