ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

পরিবেশ রক্ষায় হবিগঞ্জের হাওরে বৃক্ষরোপণ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ৩১ আগস্ট ২০২৪  
পরিবেশ রক্ষায় হবিগঞ্জের হাওরে বৃক্ষরোপণ

হবিগঞ্জে পরিবেশ রক্ষায় হাওর রক্ষা আমরা ও খোয়াই রিভার ওয়াটারকিপার্সরের উদ্যোগে হাওরে বৃক্ষরোপণ করা হয়েছে। 

শুক্রবার (৩০ আগস্ট)  লাখাই উপজেলার সিংহগ্রামে গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে জব ফর হিউম্যান রিসোর্স ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে দেড় শতাধিক গাছের চারা প্রদান করা হয়।

কবি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল। সম্মানিত অতিথি ছিলেন পরিবেশ সংগঠক হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক জনপ্রতিনিধি আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, লাখাই প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আশিক আহমেদ রাজীব।

খোয়াই রিভার ওয়াটারকিপার্স তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মো. বাহার মিয়া, ডা. ফরাস উদ্দিন, গাছ মামা হিসেবে পরিচিত মো. রায়হান মিয়া, মহিউদ্দিন আহমেদ রিপন, যুব ফোরামের আকিব শাহরিয়ার, জালাল উদ্দিন আহমেদ, আসাদুজ্জামান চৌধুরী সোনাই, সাংবাদিক বিল্লাল আহমেদ, ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন, দৌলত রবিদাস, শোভাষ রবিদাস, কামাল রবিদাস প্রমুখ।

প্রধান অতিথি শরীফ জামিল বলেন, হাওরে ব্যাপকভাবে জনবসতি করে উঠেছে। কিন্তু প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য এবং এই সমস্ত জনপদের জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে হাওরে গাছ লাগানো এবং হাওরের গাছ সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

মামুন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়