ঢাকা     রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩১ ১৪৩১

দেশে জ্বালানি তেলের দাম কমেছে, কার্যকর মধ্যরাত থেকে

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ৩১ আগস্ট ২০২৪   আপডেট: ১২:২৫, ৩১ আগস্ট ২০২৪
দেশে জ্বালানি তেলের দাম কমেছে, কার্যকর মধ্যরাত থেকে

প্রতীকী ছবি

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম কমেছে ১ টাকা ২৫ পয়সা, অকটেন-পেট্রোলের দাম কমেছে লিটারে ৬ টাকা। জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে।

শনিবার (৩১ আগস্ট) খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি বলেন, ডিজেল ও কেরোসিনের দাম ১০৬.৭৫ টাকা থেকে ১.২৫ টাকা কমিয়ে ১০৫.২৫ টাকা, অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

নূরুজ্জামান/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়