ঢাকা     বুধবার   ২২ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৮ ১৪৩১

‘মসজিদে রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত নয়’ বলায় মারধর

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ৩১ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:৫১, ৩১ আগস্ট ২০২৪
‘মসজিদে রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত নয়’ বলায় মারধর

মসজিদে রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত নয় বলায় জামালপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমানকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে জামালপুর শহরের বড় মসজিদে এই ঘটনা ঘটে৷

স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহারে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে তার অনুসারীরা। শুক্রবার বাদ জুমা মুসুল্লিদের উদ্দেশ্যে জেলা জাসাসের সাবেক সভাপতি ও শামীম আহমেদের অনুসারী হাফিজুল ইসলাম ওরফে সজল বক্তব্য দেওয়া শুরু করেন। এ সময় মসজিদের ভেতরে রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন আমানুল্লাহ আমান। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করা হয়।

ভুক্তভোগী আমানুল্লাহ আমান বলেন, ‘মসজিদে রাজনৈতিক বক্তব্যে দেওয়া উচিত নয় বলায় শামীম আহমেদের অনুসারীরা আমাকে মারধর করেছে। আমি হামলাকারীদের বিচার চাই।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা জাসাসের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ‘আমানুল্লাহ আমানকে কয়েকজন সেখান থেকে সরিয়ে নিয়ে গেছে। তাকে কোনো মারধর করা হয়নি।’

এ বিষয়ে জানতে শামীম আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি মসজিদের সামনের দিকে ছিলাম। পেছনে কোনো মারামারির ঘটনা ঘটেছে কিনা জানি না। সে সময় পেছনের দিকে অনেক লোক ছিল।’

শোভন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়