বন্যাকবলিত লক্ষ্মীপুরে ১০ দিনে সাপের কামড়ে আহত ১১২ জন
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুরে বন্যায় সাপের উপদ্রব বেড়েছে। বাড়িঘরে ও পানিতে হাঁটাচলার সময় গত ১০ দিনে জেলার বিভিন্ন স্থানে ১১২ জন সাপের কামড়ে আহত হয়েছেন। এদের মধ্যে সদর হাসপাতালে ৮০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে জেলা সিভিল সার্জন (সিএস) আহাম্মদ কবীর এ তথ্য জানান।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায়, বন্যায় লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফলে গর্তে থাকা সাপ বের হয়ে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে অনেকে সাপের কামড়ে আহত হয়েছেন। জেলা সদরসহ চারটি হাসপাতালে ১১২ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে সদর হাসপাতালে ৮০ জন, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, রামগঞ্জে ১৪ জন এবং কমলনগরে ১১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর বলেন, ‘বন্যার পানিতে ভেসে গিয়ে বিভিন্ন এলাকায় মানুষজনকে সাপে কাটছে। সাপে কাটা রোগীদের জন্য আমাদের পর্যাপ্ত ইনজেকশন রয়েছে। এখন পর্যন্ত যারা সাপের কামড়ে আহত হয়েছেন তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অনেকে ইনজেকশন দেওয়ার পরপরই বাড়ি ফিরেছেন। কয়েকজনকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রেখে তারপর বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।’
জাহাঙ্গীর/মাসুদ