ঢাকা     রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩১ ১৪৩১

ভারতে পাচারের সময় ইলিশ জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ৩১ আগস্ট ২০২৪  
ভারতে পাচারের সময় ইলিশ জব্দ

জব্দকৃত ইলিশ মাছ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুই ককশিট ভর্তি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। শনিবার (৩১ আগস্ট) বিকেলে তাহিরপুর উপজেলার লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকা থেকে মাছের চালানটি জব্দ হয়। জব্দ হওয়া মাছের পরিমাণ ৪৬ কেজি ৫০০ গ্রাম বলে বিজিবি পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা যায়, আজ বিকেলে উপজেলার লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকার সীমান্ত পথ দিয়ে ইলিশ মাছ ভারতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল একদল পাচারকারীরা। এমন সংবাদ পেয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবর অধীনস্থ লাউড়েরগড় বিজিবি সদস্যরা গোপনে চোরাকারবারিদের ওপর নজরে রাখেন। এক পর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে দুই ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যায়।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম মাহমুদ হাসান জানান, চোরাকারবারিরা মাছ ফেলে পালিয়ে গেছে। সীমান্তে আমাদের বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।  

মনোয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়