ঢাকা     রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩১ ১৪৩১

পঞ্চগড় সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ৩১ আগস্ট ২০২৪  
পঞ্চগড় সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রওশনপুর সীমান্তে ভারতীয় চোরাকারবারী দলকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালিয়েছে বিজিবি।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে পঞ্চগড় বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর রিয়াদ মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে, শুক্রবার (৩০ আগস্ট) রাত পৌনে ১২ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার রওশনপুর সীমান্তে এই গুলি নিক্ষেপের ঘটনা ঘটে। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ভারত থেকে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে এমন খবর পেয়ে বিজিবির একটি টহলদল সীমান্ত পিলার ৭৩৫/১- এস এবং ২-এস এর মধ্যবর্তী ইসলামবাগ নামক স্থানে অবস্থান করেন। রাত পৌনে ১২ টায় ভারতীয় কয়েকজন চোরাকারবারী সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে এবং সতর্কতার জন্য এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণেও চোরাকারবারীরা নিবৃত না হলে টহলদল তাদের অবস্থান লক্ষ্য করে আরও তিন রাউন্ড গুলি চালালে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। 

পঞ্চগড় ১৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, ‘সীমান্তে হত্যা এবং চোরাচালানী বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া অবৈধ সীমান্ত অতিক্রম বন্ধের লক্ষে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।’

আবু নাঈম/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়